বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পিতৃবিয়োগের পরদিনই মাঠে!

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

দৃঢ় মানসিকতার প্রমাণ দিয়েই বর্তমানে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বোলার রশিদ খান। আন্তর্জাতিক ছুটিতে এখন খেলছেন বিগ ব্যাশ লিগে। অ্যাডিলেডের হয়ে নিজের দ্বিতীয় মৌসুমে বেশ ভালো ফর্মেই আছেন এই ঘূর্ণির জাদুকর। ১২ ওভার বল করে ৪১ রানে গতরাতের আগ পর্যন্ত ৫ উইকেট নিয়েছেন তিনি। আফগান এই লেগির মানসিক দৃঢ়তা কতটা তা বোঝা গেল আরও একবার।
গতপরশুই বাবাকে হারিয়েছেন রশিদ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে খবরটা জানিয়েছেন তিনি নিজেই। বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের এই বোলার টুইটে লেখেন, ‘আজ (গতকাল) জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম। বাবা- চিরকালীন দীপশিখা। এখন বুঝতে পারছি, আপনি সব সময় কেন আমাকে শক্ত থাকতে বলতেন। কারণ আপনি জানতেন আপনাকে হারাব বলে শক্ত থাকতে হবে আমাকে।’
জন্মদাতাকে হারানোর কষ্ট নিয়ে পরের দিন মাঠে নামা মুখের কথা নয়। রশিদের খেলা নিয়েও তাই শঙ্কায় ছিলেন অনেকে। কিন্তু বিগ ব্যাশে তাঁর ফ্র্যাঞ্চাইজি দল অ্যাডিলেড জানিয়েছে বছরের শেষ দিনের ম্যাচে খেলেছেন ২০ বছর বয়সী এই বোলার। বাবাকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন রশিদ। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, ‘অ্যাডিলেড স্ট্রাইকার্স জানাচ্ছে সিডনি থান্ডার্সের বিপক্ষে আজ (গতকাল) রাতের ম্যাচে খেলতে চান রশিদ খান। বাবাকে সম্মান জানাতেই খেলবেন তিনি। রশিদের বাবা গতকাল (গতপরশু) রাতে মারা যান এবং রশিদ সিদ্ধান্ত নেন তিনি অ্যাডিলেডেই থাকবেন এবং খেলবেন। এই কঠিন সময়ে স্ট্রাইকার্স রশিদের পাশেই আছে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন