শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক মো. নাছের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৯, ৮:২৭ পিএম

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক হিসাবে পদোন্নতি পেয়েছেন আবু ফরাহ মো. নাছের। কেন্দ্রীয় ব্যাংকের মানব সম্পদ বিভাগের এক আদেশে তার এ পদোন্নতি হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের কর্মচারী নির্দেশ নং-এইচআরডি মোতাবেক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-এর মহাব্যবস্থাপক আবু ফরাহ মো. নাছের কে তারিখে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে। নাছের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার লোহাইমুড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে একাউন্টিং বিষয়ে অনার্সসহ মাস্টার ডিগ্রী অর্জন করে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, মাইক্রোক্রেডিট রিগুলেটরী অথোরিটি, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি আমেরিকা, অস্ট্রেলিয়া, জার্মানী, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স, স্পেন, নেপাল, হংকং, মিশর, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ও ভারতে ভ্রমন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন