শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ময়মনসিংহে জাসদ নেতা মিন্টু গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ভোট গ্রহণের দিন পুলিশের উপর হামলা মামলায় জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত পৌনে ১১টার দিকে শহরের সানকিপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফুলবাড়ীয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, গত রোববার ভোট গ্রহণের দিন ফুলবাড়ীয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। তখন ফুলবাড়ীয়া থানার এএসআই জাহাঙ্গীরের পিস্তল ছিনতাই করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার অন্যতম আসামি ময়মনসিংহ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি মিন্টু। ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. শাহ কামাল আকন্দ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিন্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, শফিকুল ইসলাম মিন্টু ওই আসনের মহাজোট থেকে জাসদের হয়ে প্রার্থী ছিলেন। কিন্তু শেষতক তিনি দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন