শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভালোবাসা দিবসের নাটক এই শহরে ভালোবাসা নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

স¤প্রতি শূটিং শেষ হয়েছে ‘এই শহরে ভালবাসা নেই’ নাটকের। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহেজাবিন চৌধুরী। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। নাটকটি স¤পর্কে মেহেজাবিন বলেন, নাটকটি বয়সের সঙ্গে ভালবাসার বিভিন্ন রূপ নিয়ে লেখা হয়েছে। বয়সের সঙ্গে ভালবাসার রূপ কিভাবে বদলায় সেটি আসলে তুলে ধরা হয়েছে। আমরা চেষ্টা করেছি ভালভাবে কাজ করার। বাকিটুকু দর্শকদের ওপর। আশা করছি তারা অপছন্দ করবেন না। নাটকটির গল্প স¤পর্কে নির্মাতা বলেন, ভালবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মিত হয়েছে। নাটকটিতে দুটি প্যারালাল গল্প দেখানো হয়েছে। দুটি গল্পেই নিশো এবং মেহেজাবিন কাজ করেছেন। একটি গল্প পঞ্চাশোর্ধ্ব দুজন স্বামী-স্ত্রীকে ঘিরে যেখানে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে তাদের ভালবাসা, একে অপরের প্রতি টান ও স¤পর্কের দৃঢ়তা দেখানো হয়েছে। অপরদিকে আরেকটি গল্পে বিপরীতভাবে তরুণ বয়সের ভালবাসা দেখানো হয়েছে যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে মান-অভিমান, ঝগড়া-ঝাটি ও বিচ্ছেদ লেগেই থাকে। আশা করছি, এই গল্পের নাটকটি প্রচারে এলে দর্শক পছন্দ করবে। নাটকটিতে প্রধান সহকারি পরিচালক শাব্দিক শাহীন ও ডিওপি হিসেবে ছিলেন কামরুল ইসলাম শুভ। আসছে ভালবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা মহিদুল মহিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Me alom ৩ জানুয়ারি, ২০১৯, ৮:৩২ পিএম says : 0
Khobor ta pore valo laglo.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন