শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সৌন্দর্য্যরে লীলাভূমি কাপ্তাই

কাপ্তাই (রাঙ্গামাটি) থেকে কবির হোসেন | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি কাপ্তাই। ভ্রমণ পিয়াসুদের হাতছানি দিয়ে ডাকছে পাহাড়, নদী আর লেক। নির্বাচনের ফলে অনেক পর্যটক ভ্রমণে আসার ইচ্ছা থাকলেও আসতে পাড়েননি। তাই কাপ্তাই পর্যটন স্পটগুলো বিভিন্ন রঙে সাজানো হয়েছে। নির্বাচনের পূর্বে সব স্পটগুলো পর্যটনে ভাটা পড়লেও বর্তমানে অনেকই ভ্রমণ পিয়াসুরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। পর্যটন কেন্দ্রের কয়েকজন জানান, অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটকদের জন্য অনেক বাড়তি সুযোগ-সুবিধা রাখা হয়েছে। তার মধ্যে থাকা, খাওয়া, নৌভ্রমণ, রাত-যাপন, শিশুদের বিনোদন অনেক ব্যবস্থা রাখা হয়েছে। পর্যটন কেন্দ্রগুলোর চারপাশে রয়েছে বন, লেক, নদী সু-বিশাল পাহাড়। পাহাড়ের ওপর উপজাতীয় লোকদের মাচ্যাঙ যেখানে তারা বসবাস করেন। বনের মধ্যে হাটতে হাটতে দেখা যাবে হাতি, বানর, বিভিন্ন পাখ পাখালীসহ বিচিত্র ধরনের জীবজন্তু। এছাড়া দেখা মিলবে কর্নফুলী পেপার মিলস, পানি বিদ্যুৎ কেন্দ্র, বৌদ্ধ বিহার, সেনা, নৌ, বিজিবির তৈরি বিভিন্ন পর্যটনকেন্দ্র। কাপ্তাই বনশ্রী পর্যটন কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী রুবায়েত আকতার আহমেদ জানান, আমরা সকল ভ্রমণ পিয়াসুদের জন্য এবার কায়াক ভ্রমণ, রাত যাপনসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থতা রাখা হয়েছে। চটগ্রাম থেকে কাপ্তাইয়ে বেড়াতে আসা ছানিয়া আক্তার ও কামরুল হাসান সৌরভ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো এবং কাপ্তাইয়ের মনরোম প্রাকৃতিক সৌন্দর্য্য দেখে মুগ্ধ। তিনি বলেন, পার্বত্যঞ্চল কাপ্তাই যে এত সুন্দর আগে কখনও দেখিনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন