বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এই নির্বাচনের মাধ্যমে সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন হয়েছে: ড. কামাল

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৯, ৫:০২ পিএম

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন কারচুপির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে এই সরকার প্রহসনের নির্বাচন করেছে। এতে সুস্পষ্ট সংবিধান লঙ্ঘন হয়েছে। এর মাধ্যমে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে।

আজ বিকেলে রাজধানীর সেগুণবাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন বলে দাবি করেছেন তারা আসলে নির্বাচিত নয়। যা গেজেট প্রকাশ করা হয়েছে তা অবৈধ। আমরা ইতিপূর্বে এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি এবং আজও করছি। সেই সাথে দ্রুত নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দাবি করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Kowaj Ali khan ৫ জানুয়ারি, ২০১৯, ১০:৩১ পিএম says : 0
আপনি যাহা বলিয়াছেন ১০০% সত্য কিন্ত চুর না শুনে ধরমের কাহিনী। আর ওরা শুধু চুর নয় জাতীয় বেঈমানও। ওরা ইসলামের শত্রু ওরা স্বাধীনতার শত্রু ভারতীয় দালাল। জাতি স্বাধীনতা চেয়েছেন ভারতীয় দালালদের দালালীর জন্য ন্য। ইনশাআল্লাহ। *******-* ওদের পতন সময়ের ব্যাপার জনগণ ওদেরকে গনধুলাই দেওয়া শুরু করিবেন বেশি দেরি নাই।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন