বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফলো-অনের ঝুঁকিতে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

সিডনি টেস্টের নিংন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে ভারত। প্রথম ইনিংসে সফরকারীদের করা ৭ উইকেটে ৬২২ রানে ইনিংস ঘোষণার জবাবে তৃতীয় দিন শেষে ২৩৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের ভুগিয়েছেন দুই স্পিনার রবিন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। ফলো-অনে পড়া এখন টিম পেইনের দলের জন্য সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।
৫ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচের তৃতীয় দিনের শুরুটা স্বাগতিকদের জন্য ভালোই ছিল। বিনা উইকেটে ২৪ রান দিন শুরু করা দলটির ইনিংসের ছন্দপতন ঘটে দলীয় ৭২ রানে উসমান খাজার উইকেটপতনে। ব্যক্তিগত ২৭ রানে কুলদীপের বলে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ তুলে দেন খাজা। এর পরও অবশ্য খেই হারায়নি তারা। মার্নাস লাবুশানেকে সঙ্গে নিয়ে হ্যারিস দেখেশুনে এগুতে থাকেন। দলীয় ১২৮ রানে ব্রেক-থ্রু এনে আবার তাদের রাশ টেনে ধরেন মোহাম্মদ শামি। সর্বোচ্চ ৭৯ রান করা হ্যারিসের তুলে দেওয়া ক্যাচ তালুবন্দি করেন আজিঙ্কা রাহানে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক দল। দলীয় ১৪৪ রানে শন মার্শ ও ১৫২ রানে লাবুশানেকে হারায় তারা। তবে পিটার হ্যান্ডসকম্ব একপ্রান্ত আগলে রেখে দেখেশুনে খেলতে থাকেন। দলীয় ১৯২ রানে সাজঘরে ফেরেন ট্রাভিস হেডও। তাকে হারানোর পর ১৯৮ রানে ফিরে যান অধিনায়ক পেইন। অবিচ্চিণœ ৩৮ রানের জুটিতে দিন শেষ করেন দুই অপরাজিত ব্যাটসম্যান প্যাট কামিন্স (২৫) ও পিটার হ্যান্ডসকম্ব (২৮)। অস্ট্রেলিয়ান তিন উইকেট নেন কুলদীপ, জাদেজা নেন দুটি। আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয় দিনের খেলা।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বিরাট কোহলির দল। এই ম্যাচ জিতলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মত সিরিজ জয়ের ইতিহাস গড়বে ভারত।
ভারত ১ম ইনিংস: ৬২২/৭ ইনিংস ঘোষণা। অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৪/০) ৮৩.৩ ওভারে ২৩৬/৬ (হ্যারিস ৭৯, খাজা ২৭, লাবুশেন ৩৮, মার্শ ৮, হেড ২০, হ্যান্ডসকম্ব ২৮*, পেইন ৫, কামিন্স ২৫*; শামি ১/৫৪, বুমরাহ ০/৪৩, জাদেজা ২/৬২, কুলদীপ ৩/৭১)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন