বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রের শর্তযুক্ত প্রস্তাব ফিরিয়ে দিয়েছে তুরস্ক

এফ-৩৫ পেতে হলে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে হবে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্র থেকে কেনা এফ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার জন্য তুরস্ককে নতুন শর্ত দিয়েছে ওয়াশিংটন। এফ-৩৫ পেতে হলে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে হবে বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব ফিরিয়ে দেয় তুরস্ক। ওই প্রস্তাব ফিরিয়ে দেয়ার পর আবার নতুন শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। তারা বলছে, রাশিয়ার সঙ্গে আঙ্কারার এস-৪০০ চুক্তিটি বাতিল না করা হলে এফ-৩৫ অত্যাধুনিক যুদ্ধ বিমান সরবরাহ করবে না। যুক্তরাষ্ট্র জানায়, এফ ৩৫ বিমান তারা দেরিতে সরবরাহ করবে। উল্লেখ্য, ১৯৯৯ সালে ১০০টি এফ-৩৫ জঙ্গিবিমান কেনার জন্য তুরস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে। গত বছরের ২২ জুলাই প্রথম চালান হিসেবে একটি বিমান হস্তান্তর করে যুক্তরাষ্ট্র। সম্প্রতি তুরস্কে আটক মার্কিন ধর্ম যাজককে নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এতে তুরস্কের দুই মন্ত্রীর ওপর অবরোধ দেয়া ছাড়াও দেশটি থেকে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর শুল্ক দ্বিগুণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন