বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সমালোচকরা গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলছে : মে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

খসড়া ব্রেক্সিট চুক্তির সমালোচকরা ব্রিটেনের গণতন্ত্রকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী থেরেসা মে। গণতন্ত্র যেন ঝুঁকিতে না পড়ে সেজন্য এমপিদেরকে চেকার্সের ব্রেক্সিট প্রস্তাব সমর্থন করার আহবান জানিয়েছেন তিনি। রোববার ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলে প্রকাশিত এক কলামে থেরেসা মে বলেন, কট্টর ব্রেক্সিট সমর্থক ও ব্রেক্সিট বিরোধী, উভয়দলই চেকার্সের প্রস্তাবের বিরোধিতা করে ব্রিটিশ গণতন্ত্রের ক্ষতি করছে। এ বিষয়ে সতর্ক করে তিনি এমপিদেরকে চেকার্সের প্রস্তাবে সমর্থন দিতে বলেন। মে বলেন, গণভোটের ফলাফলের প্রতি সম্মান দেখানো, ব্রিটেনের নিরাপত্তা রক্ষা ও মানুষের চাকরি বাচানোর একমাত্র উপায় হলো খসড়া ব্রেক্সিট চুক্তিকে সমর্থন দেয়া। আর এটাই এখন মূল বিষয়। ব্রেক্সিট নিয়ে আর কারো কাছে এমন কোন বিকল্প পরিকল্পনা নেই, যাতে গণভোটকে সম্মান দেখা হয়েছে, চাকরির সুরক্ষা ও ব্যবসার নিশ্চয়তা দেয়া হয়েছে। আগামী সপ্তাহে খসড়া ব্রেক্সিট চুক্তির বিষয়ে সিদ্ধান্ত দেবেন এমপিরা। পার্লামেন্টে ভোটের মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়ে দেবেন তারা। সেখানে থেরেসা মে’র ব্রেক্সিট প্ল্যান হোঁচট খাওয়ার আশঙ্কা রয়েছে। এক জনমত যাচাই জরিপে দেখা গেছে, ব্রিটেনে প্রতি চার জনের মধ্যে মাত্র একজন চেকার্সের ব্রেক্সিট প্রস্তাবকে সমর্থন করেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কোন চুক্তি হোক বা না হোক, আগামী ২৯ শে মার্চের মধ্যে ব্রিটেনকে ইইউ ছাড়তে হবে। ইতিমধ্যে দুই পক্ষ ব্রেক্সিট পরবর্তী পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন নীতি নির্ধারণী বিষয়ে একটি খসড়া চুক্তিতে পৌঁছেছে। ডেইলি মেইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন