মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

অর্থমন্ত্রীর প্রতি কর ও কাস্টমস অ্যাসোসিয়েশনের কৃতজ্ঞতা

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নিয়মিত পদোন্নতি প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন ও বিসিএস (কাস্টমস এন্ড এক্সাইজ) অ্যাসোসিয়েশন। গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে সংগঠন দুটি কৃতজ্ঞতা প্রকাশ করে। এতে স্বাক্ষর করেন বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সেলিম আফজাল, মহাসচিব মো. নূরুজ্জামান খান এবং বিসিএস (কাস্টমস এন্ড এক্সাইজ) অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মো. আমিনুর রহমান এবং সৈয়দ মুসফিকুর রহমান। চিঠিতে বলা হয়েছে, কর ক্যাডারের একজন কর্মকর্তা তার কর্মজীবনে বিভিন্ন পদে দায়িত্ব পালনর অবস্থায় অধিনস্থ কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদনে নজিরবিহীনভাবে বিরুপ মন্তব্য প্রদানসহ নানাভাবে হয়রানি করেছেন। এ কর্মকর্তার বিতর্কিত কর্মকান্ডের বিষয়ে অর্থমন্ত্রী অবহিত ছিলেন। পাশাপাশি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হস্তক্ষেপে এ কর্মকর্তাকে প্রশাসনিক কারণে জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত আয়কর আপীলাত ট্রাইব্যুনালে সংযুক্ত করা হয়েছে।
সূত্র মতে, জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীকে অপদস্থকারী, সমালোচিত ও বিতর্কিত এ কর্মকর্তাকে এনবিআর’র মতো গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে সদস্যপদে নিয়োগ না দেওয়ার জন্য ইতোপূর্বে অর্থমন্ত্রীকে অনুরোধ জানানো হয়েছিল বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন ও বিসিএস (কাস্টমস এন্ড এক্সাইজ) অ্যাসোসিয়েশন। অর্থমন্ত্রী বিষয়টিকে বিবেচনায় নিয়ে কর বিভাগের দু’জন যোগ্য কর কমিশনারকেব সদস্য (কর) পদে চলতি দায়িত্ব প্রদান করেছেন। আর এ জন্য দুটি সংগঠনের পক্ষ থেকে অর্থমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে ওই বিতর্কিত কর্মকর্তা এনবিআর’র দায়িত্বশীল পদে নিয়োজিত হয়ে কর্মকর্তাদের মধ্যে কোন বিভেদ সৃস্টি বা কর্মকর্তাদের মর্যাদা, পারষ্পরিক সম্প্রিতি বা এনবিআর’র জন্য ক্ষতিকর কোন কাজ করতে না পারে সে ব্যবস্থা গ্রহণের কথা বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন