শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাবন্দি টাক্কাবালি মারা গেছেন

প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়ার এমদাদুল হক ওরফে টাক্কাবালী মারা গেছেন। সোমবার রাত দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত ৭ জানুয়ারি থেকে কারা তত্ত¡াবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর জানান, এমদাদুল হক ব্রংকিনাল নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এমদাদুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর পর ৬ জানুয়ারি ঢাকার কাফরুল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এমদাদুল হক ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুনটা গ্রামের মৃত হাজী মমতাজ মুন্সীর ছেলে। তিনি চুন্টা ইউনিয়নের শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন