শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার নওফেলকে জামেয়া সুন্নিয়া মাদরাসার অভিনন্দন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

নবনিযুক্ত শিক্ষা উপমন্ত্রী চট্টগ্রাম ৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে অভিনন্দন জানিয়েছেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা গভর্নিং বডি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। গতকাল (মঙ্গলবার) এক অভিনন্দন বার্তায় মাদরাসা গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ দিদারুল ইসলাম ও অধ্যক্ষ মুফতি সৈয়্যদ মোহাম্মদ অছিয়র রহমান আলক্বাদেরী বলেন, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর পিতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সফল মেয়র, এবিএম মহিউদ্দিন চৌধুরী কুতবুল আউলিয়া আল্লামা সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি (রাহ.) কর্তৃক প্রতিষ্ঠিত জামেয়ার শুভাকাঙ্খী ছিলেন। আমরা আশা করি তিনিও পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশ-জাতির কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার যুগোপযোগী উন্নয়নে অবদান রাখবেন।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রীসভার সদস্যবৃন্দ ও নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে অসংখ্য আউলিয়ায়ে কেরামের পুণ্যভূমি বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন জামেয়ার উপাধ্যক্ষ ড. মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী, শায়খুল হাদীস আল্লামা ওবাইদুল হক নঈমী, মুহাদ্দিস আল্লামা মোহাম্মদ সোলাইমান আনসারী, ফকীহ্ আল্লামা কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, মুফাসসির আল্লামা কাজী মোহাম্মদ ছালেকুর রহমান আলক্বাদেরী প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন