শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিশ্ব উষ্ণায়ন বাড়াতে পারে কিডনি রোগ

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব উষ্ণায়ন বাড়তে থাকায় বিশ্বব্যাপী কিডনিজনিত জটিলতায় আক্রান্ত রোগীর হার বেড়ে যেতে পারে। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষকরা বলছেন, তাপদাহের কারণে শরীরের ওপর সৃষ্ট প্রচ- চাপে দীর্ঘস্থায়ী কিডনি রোগ বাড়ছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে শরীরে পানিশূন্যতা ও হিট স্ট্রেস দেখা দেয় এবং কিডনির ওপর বাড়তি চাপ পড়ে। যা অচিরেই বিশ্বে কিডনি রোগে আক্রান্ত হওয়ার বড় কারণ হয়ে দাঁড়াবে। গবেষকদের একজন যুক্তরাষ্ট্রের কলরাডো বিশ্ববিদ্যালয়ের রিচার্ড জনসন বলেন, বিশ্বের যেসব অঞ্চলে অতিরিক্ত গরম, সেসব এলাকায় নতুন এক ধরনের কিডনি রোগ দেখা দিয়েছে; যার সঙ্গে তাপমাত্রা ও জলবায়ুর সম্পর্ক রয়েছে। খুব সম্ভবত বৈশ্বিক উষ্ণায়নের কারণে যেসব রোগ মহামারি আকারে ছড়িয়ে পড়বে, কিডনি রোগ হবে তার একটি। তাপমাত্রা বৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষ, বিশেষ করে যাদের দীর্ঘ সময় প্রখর রোদে কাজ করতে হয় তাদের কিডনি জটিলতা বেড়ে যাওয়ার ঝুঁঁকিও বাড়ছে। ক্লিনিক্যাল জার্নাল অব দ্য আমেরিকান সোসাইটি অব নেফ্রোলজি-র আগামী সংখ্যায় এ গবেষণা বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ পাবে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন