মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কঙ্গোর প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী নেতা শিসেকেদির জয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০১৯, ৮:৩১ পিএম

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বিরোধীদলের নেতা ফেলিক্স শিসেকেদি। নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে। গত মাসের শেষ সপ্তাহে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে নিকটতম প্রতিদ্বন্দী মার্টিন ফায়ুলুকে সামান্য ব্যবধানে পরাজিত করেছেন ফেলিক্স। তবে ভোটের ফলাফলকে প্রতারণা বলে উল্লেখ করেছেন ফায়ুলু। নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে ফ্রান্সও।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট জোসেফ কাবিলা ১৮ বছর পর ক্ষমতা ছাড়ছেন। সংবিধানের কারণে তিনি এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি। ভোটে অংশ নিয়েছেন এক কোটি ৮০ লাখ ভোটার। রোববার আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল প্রকাশের কথা ছিল। তবে অন্তর্বর্তী ফলাফলে পরিবর্তন আসতেও পারে। ৩৮ দশমিক ৫৭ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে জয়ী হয়েছেন ফেলিক্স। সাংবিধানিক আদালত নির্বাচন কমিশনের এ ফল মেনে নিলে স্বাধীনতা অর্জনের পর কঙ্গোতে প্রথমবারের মতো বিরোধী প্রতিদ্বন্দ্বীর বিজয় উদযাপিত হবে। ভোটের ফলাফল ঘিরে সম্ভাব্য সহিংসতা মোকাবেলায় কঙ্গোজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। সূত্র: বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন