শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শাস্তি পেতেই হলো প্লাতিনিকে

প্রকাশের সময় : ১০ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বারের মত সর্বোচ্চ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অপিল করেছিলেন মিশের প্লাতিনি। কিন্তু এবারো নিজেকে নির্দোষ প্রমাণে ব্যার্থ হয়েছেন উয়েফা কর্তা। নিষেধাজ্ঞা তাই পেতে হল তাকে। তবে দ্বিতীয় আপিলেও দুই বছরের নিষেধাজ্ঞা কমিয়ে সেটাকে করা হয়েছে ৪ বছর। এমতাবস্থায় আসন্ন ইউরোতে শ্রেফ দর্শক হয়েই থাকতে হবে তাকে। ইতোমধ্যে ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (উয়েফা) সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণাও দিয়ে দিয়েছেন সাবেক কিংবদন্তি ফরাসি ফুটবলার।
ঘটনার সূত্রপাত ২০১১ সালে। অবৈধ উপায়ে ২০ লাখ ইউরো লেন-দেন করেছিলেন তৎকালীন ফিফা সভাপতি সেপ বøাটার এবং প্লাতিনি। এমন অভিযোগের সত্যতা মেলায় গত ডিসেম্বরে ফুটবল সংক্রাস্ত সব ধরনের কর্মকাÐ থেকে এই দুই কর্তাব্যক্তিকেই আট বছর করে নিষেধাজ্ঞা প্রদাণ করে ফিফার নৈতিকতা কমিটি। একই সাথে দু’জনকে ৮০ হাজার সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়। তবে শুরু থেকে দুজনেই নিজেদের নির্দোষ দাবি করে আসছেন তারা। অপরাধ গুরুতর না হলেও অনুতপ্ত না হওয়ায় এবং ফিফার ভাবমূর্তি ক্ষুন্ন করায় গত শুক্রবার প্লাতিনির আপিলের রায়ে নিষেধাজ্ঞা বহাল রাখে সিএএস। নিষেধাজ্ঞার মেয়াদ দুই বছর কমার পাশাপাশি প্লাতিনির আর্থিক জরিমানাও কমিয়ে করা হয়েছে ৬০ হাজার সুইস ফ্রাঁ। ক্রীড়ার সর্বোচ্চ আদালত থেকে এই রায়ের পর উয়েফার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দেন প্লাতিনি। এক বিবৃতিতে প্লাতিনি বলেনÑ ‘সুইস আদালতে নিজেকে নির্দোষ প্রমান করতে আমি আমার যুদ্ধ চালিয়ে যাব। এজন্য উয়েফার সভাপতি পদ থেকে আমি সরে দাড়াচ্ছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন