বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সুপার ওভার রোমাঞ্চ জিতল চিটাগাং

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৯, ৬:৪১ পিএম

পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ শেষ পর্যন্ত হলো টাই। বিপিএল ইতিহাসের প্রথম সুপার ওভারেও উত্তেজনা জিইয়ে থাকল শেষ বল পর্যন্ত। মূল ম্যাচের নায়ক রবি ফ্রাইলিঙ্ক সুপার ওভারেও ব্যাটে-বলে দেখালেন বীরোচিত পারফরম্যান্স। সেই এলিমিনেটরে রোমাঞ্চকর জয় পেল চিটাগাং ভাইকিংস। উত্তেজনায় ঠাসা সুপার ওভারের ম্যাচটিতে চিটাগাং জিতেছে ১ রানে। চার ম্যাচ খেলেও জয়শূন্য খুলনা টাইটান্স।

মিরপুরে শনিবার মূল ম্যাচে পল স্টার্লিং ও জুনায়েদ সিদ্দিকের ঝড় থামল শুরুর পরই। আগের মাচগুলোয় ব্যাটিংয়ে ধুঁকতে থাকা খুলনা টাইটানসকে এরপর টানলেন ডাভিড মালান ও মাহমুদউল্লাহ। তবে দুজনের কেউই শেষ করে আসতে পারেননি। খুলনাও পারেনি শেষ দিকে ঝড় তুলতে। শনিবার মিরপুরে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ৬ উইকেটে ১৫১ রান তুলে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা। পরে চিটাগাং ভাইকিংস থমকে গিয়েছিল সেই একই রানে।

শেষ ওভারে প্রয়োজন ১৯ রান। ক্রিজে নাঈম হাসানের সঙ্গী রবি ফ্রাইলিঙ্ক। একটি জয়ের খোঁজে চাতক পাখির মত তাকিয়ে খুলনা টাইটান্স। পাশেই জয়োৎসবের প্রস্তুতি চিটাগাং ভাইকিংস শিবিরে। আস্থার বলটি আরিফুল হকের হাতে তুলে দিলেন খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুর বলটিতে ছিল সেই আস্থার প্রতিদান। কোন রান নিতে পারেন নি নাঈম। পরের বলেই ছক্কা হাঁকিয়ে নামের প্রতি সুবিচার করে চিটাগংকে ফেরালেন ম্যাচে। কিন্তু তৃতীয় শর্টপিচ বলটি ব্যাটে বলে হয়নি ঠিকমত। উঁচুতে উঠিয়ে শান্তর হাতে ধরা পড়েন অন সাইডে। ক্রিজে নতুন ব্যাটসম্যান সানজামুল। তিন বলে ১৩ রানের লক্ষ্যটা তখন আকাশছোঁয়া। পরের বলেই ফ্রাইলিঙ্ক সেটিকে মাটিতে নামালেন আরিফুলের মাথার উপর দিয়ে বিশাল এক ছক্কার চুমোতে। প্রয়োজন দুই বলে সাত। এবার স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মারা ছক্কায় শুধু বলটিই নয়, যেন চিটাগংয়ের দুশ্চিন্তা বিদায় করলেন ঝেঁটিয়ে!

হার-জিতের ব্যবধান তখন নেমে এসেছে এক বলে এক রানে। উত্তেজনা তখন তুঙ্গে, ছক্কার বলটিকে ‘নো’ বল হিসেবে স্বীকৃতি চেয়ে আম্পায়ারের সঙ্গে ফ্রাইলিঙ্কের বাক্যালাপে। তবে সেটিকে আমলে নিতে উপযুক্ত কোনো কারণ খুঁজে পাননি আম্পায়ররা। শেষ বলটির আগে বোলারের সঙ্গে আলাপ সেরে নিলেন মাহমুদউল্লাহ, ব্রাফেট। দুই ব্যাটসম্যানও নিজেদের বোঝা-পড়াটা আরেকটু ঝালিয়ে নিলেন। আশা-নিরাশার দোলাচল মিরপুর গ্যালারিজুড়ে। শুধু দু’দলের ডাগআইটই নয়, হোম অব ক্রিকেটজুড়েই পিনপতন নিরবতা। কে জানত আরো বড় চমক অপেক্ষা করছে তাদের জন্য! চালাকি করে স্লোয়ার দিলেন আরিফুল, ব্যাটম্যানও পরাস্ত। বল জমা পড়ল কিপার শাহজাদের হাতে। তবে রান তো নেওয়া চাই! দুই ব্যাটসম্যান প্রান্ত বদলের আগেই সুনিপুন দক্ষতায় উইকেটে আঘাত হানে আফগান তারকার ছোড়া বল, রান আউট ফ্রাইলিঙ্ক! ম্যাচ টাই!!

বিপিএল ইতিহাসের প্রথমবারের মতো যার নিয়তি নির্ধারণের দায়িত্ব বর্তায় সুপার ওভারের উপর। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে এক উইকেট হারানো চিটাগং তোলে ১১ রান। ১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সেই এক উইকেট হারিয়ে ১০ রানে থামে খুলনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন