শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

৩০ ডিসেম্বরের ভোটকে নির্বাচন বললে গুনাহ হবে

অধ্যক্ষ ইউনুস আহমদ

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মহোৎসবের মাধ্যমে জনগনের ম্যান্ডেটকে নিজেদের পক্ষে ঘোষণা জগন্য অপরাধ। ৩০ ডিসেম্বরের তামাশাকে নির্বাচন বললে গুনাহ হবে। এ নির্বাচন নিয়ে রাষ্ট্রীয় মিথ্যাচার চলছে। এটা চলতে থাকলে আসমানী গজব আসার সম্ভাবনা আছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন। নগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ আব্দুর রহমান, আলহাজ আলতাফ হোসেন, সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়া, জয়েন্ট সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক ডা. শহীদুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রচার সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, আলহাজ আনোয়ার হোসেন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন