বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

থিয়েটার আর্ট ইউনিটের নতুন নাটক অনুদ্ধারণীয়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

দেশের অন্যতম নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’। বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন ড. মোহাম্মদ বারী। এটি থিয়েটার আর্ট ইউনিটের ৩২তম প্রযোজনা। ‘অনুদ্ধারণীয়’ মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প; দুটি চরিত্র- কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্ব›েদ্বর মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। বাস্তবতার দৃষ্টিকোণ থেকে অন্তঃসারহীন ভাববাদিতার অভিযোগে কবি অভিযুক্ত হন, এমনকি খ্যাতির চূড়ায় প্রতিষ্ঠিত কবির বন্ধ্যা সৃজনশীলতার অভিযোগও কবিভক্ত অমিতের। স্খলিত কবির প্রকৃত সৃজনকে ভাবীকালে উত্তীর্ণ করার দায় নিয়ে অমিত কবিকে ধরে নিয়ে যায় তার ডেরায়। মুখোমুখি হয় দুজন। নাটকটির মঞ্চ ব্যবস্থাপনায় আছেন সরকার জামান। মঞ্চ ও ভিজ্যুয়াল ডিজাইন শাহীনুর রহমান। ভিজ্যুয়াল প্রক্ষেপণ রানা সিকদার। আলোক পরিকল্পনা: অ¤øান বিশ্বাস, আবু সুফিয়ান বিপ্লব, আলোক প্রক্ষেপণ: আবু সুফিয়ান বিপ্লব/ আবদুল আলীম। আবহ সংগীত পরিকল্পনা: সেলিম মাহবুব। কোরিওগ্রাফি অনিকেত পাল বাবু। পোশাক পরিকল্পনা: ফৌজিয়া করিম। প্রযোজনা অধিকর্তা: রোকেয়া রফিক বেবী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন