শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

কুবি থেকে মেহেদেী হাসান | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ৫:৪০ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৫ টি পদেই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেলের নীল দল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এতে সভাপতি পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শামীমুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী এবং কোষাধ্যক্ষ পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহন কার্যক্রম চলে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।
নির্বাচনে একক প্রার্থী হিসেবে যুগ্ম সাধারণ স¤পাদক পদে মোঃ আতিকুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ সাদেকুজ্জামান, প্রচার ও প্রকাশনা স¤পাদক মাহবুবুল হক ভূঁইয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া স¤পাদক ফিরোজ আহমেদ নির্বাচিত হন। নির্বাচনে স্বাধীনতা, ঐতিহ্য ও জাতীয়তায় বিশ্বাসী সাদা দলের পক্ষ হতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ স¤পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে একজন প্রার্থিতা করেন। প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে জিয়া উদ্দিন ও মেহেদী হাসান এবং কার্যকরী সদস্য পদে ড. সজল চন্দ্র মজুমদার, মোঃ মেহেদী হাসান, ড. মোহাম্মদ মিজানুর রহমান, ড. স্বপন চন্দ্র মজুমদার, হুমায়ুন কাইসার, মোহাম্মদ জসিম উদ্দিন, জান্নাতুল ফেরদৌস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন