শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নোয়াখালীর সুবর্ণচরে ভেজাল সার বিক্রি, ব্যবসায়ীর অর্থদন্ড

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৯, ৭:১০ পিএম

সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে অভিযান চালিয়ে ভেজাল সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে কাঞ্চন বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু ওয়াদুদ। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কাঞ্চন বাজারে আমিন স্টোরের বিরুদ্ধে ভেজাল সার বিক্রির অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে ওই দোকান থেকে ৯৫০কেজি ভেজাল টিএসপি সার জব্দ করে ধ্বংস করা হয়। এসময় ওই দোকানের পরিচালক বনি আমিনকে নগদ ৩০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন