বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরান-সিরিয়া সম্পর্ক শক্তিশালী করবে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরানের সঙ্গে তার দেশের গত কয়েক দশকের কৌশলগত সম্পর্ককে আরো বেশি শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করে বলেছেন, দু’দেশের জনগণের স্বার্থে এই সম্পর্ক শক্তিশালী করা প্রয়োজন। সিরিয়া সফররত ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান হেশমাতুল্লাহ ফালাহাত-পিশে’র সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান সিরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, ইরান ও সিরিয়ার অভিন্ন নীতি-অবস্থানের কারণে এখন পর্যন্ত এই দুই দেশ নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে পেরেছে এবং এই নীতি-অবস্থানের সঙ্গে অন্য যেসব দেশের মিল রয়েছে সেগুলোর সঙ্গেও বিশেষ সম্পর্ক স্থাপন করা যেতে পারে। সাক্ষাতে ফালাহাত-পিশে বলেন, ইরান ও সিরিয়া আধিপত্যকামী ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বেআইনি ও নৈতিকতা-বিবর্জিত কাজের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দাম্ভিক শক্তিগুলো সন্ত্রাসবাদ ও নিষেধাজ্ঞার মতো হাতিয়ার ব্যবহার করলেও এগুলোর সামনে মাথানত করেনি সিরিয়া ও ইরান। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন