বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

হেনক-শনলেইন পারপুরা

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

নামটা বিদঘুটে। বিজ্ঞানীরা নাম। খুব একটা দেখতে পাওয়া যায় না। তবে মেডিকেল কলেজ হাসপাতালে মাঝে মাঝে হেনক-শনলেইন পারপুরার রোগী দেখা যায়।
বাচ্চাদের হেনক-শনলেইন পারপুরা রোগ বেশি হয়। বড়দেরও দেখা যায়। এ অসুখে ছোট ছোট রক্তনালীতে প্রদাহ হয়। সাধারণত সংক্রমণের পরে এমনটি দেখা দেয়।
হেনক-শনলেইন পারপুরাতে বিভিন্ন উপসর্গ থাকে। যেমন:-
১। ফুস্কুরি। নিতস্ব এবং পায়ের নিচের দিকে বেশি হয়।
২। পেট ব্যথা। ৩। জ্বর জ্বর ভাব ৪। অস্বস্থি
৫। বমিভাব ৬। বমি ৭। কিডনীকে রোগটি আক্রান্তÍ করলে প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে।
বড়দের যদি হেনক-শনলেইন পারপুরা হয় তবে তাদের কিডনীতে সমস্যা বেশি হয়। এদের ক্ষেত্রে কিডনীর সমস্যা সহজে ভাল হতে চায় না।
হেনক-শনলেইন পারপুরা ডায়াগনসিসের জন্য ভালভাবে ইতিহাস নিতে হবে। শারীরিক পরীক্ষা করলে রোগটির ব্যাপারে ধারণা পাওয়া যায়। একেবারে নিশ্চিত হবার জন্য রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা এবং রেনাল বায়োপসি করা হয়।
হেনক শনলেইন পারপুরার চিকিৎসায় উপসর্গ অনুসারে চিকিৎসা দেয়া হয়। এ রোগের পরিণতি ভাল। আপন গতিতেই রোগটি ভাল হয়ে যায়। তবে বড়দের ক্ষেত্রে রোগটি বিপদজনক হয়ে উঠতে পারে। তাদের কারো কারো কিডনী চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য বড়দের এমন উপসর্গ দেখা গেলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া উচিত। না হলে বড় রকমের জটিলতা হতে পারে।
ষ ডা. ফজলুল কবীর পাভেল  

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন