বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : আমার স্ত্রীকে চার বছর আগে ডিভোর্স দেই। কিন্তু আমার স্ত্রী বা তার পক্ষের কেউই ব্যাপারটা এখনো জানেন না। আমি ঢাকায় থাকি স্ত্রী চট্টগ্রাম থাকে। ইসলাম অনুযায়ী আমাদের ডিভোর্স কি কার্যকর হয়েছে,ফিরিয়ে আনার ইসলামের বিধান কী?

রেজাউল বাশার
ইমেইল থেকে।

প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৯, ১২:১৪ এএম

উত্তর : স্ত্রীকে তালাক দেয়ার ক্ষেত্রে বিষয়টি তার জানা জরুরি নয়। আপনি যদি দিয়ে থাকেন, তা হলে এক তালাক বা অধিক তালাক যাই দিয়ে থাকেন সময়ের ভেতর পুনরায় মিলিত না হওয়ায় আপনাদের তালাক কার্যকর হয়ে গেছে। এখন বড় ফকিহ বা বিজ্ঞ মুফতি যেভাবে পরামর্শ দেন, সেভাবে শরিয়তের শর্ত পূরণ করেই আপনারা পুনরায় বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন। আপনি চার বছর আগে কিভাবে তালাক দিয়েছিলেন, মনে মনে, মুখে না কাগজে? চার বছর স্ত্রীকে না জানিয়ে দূরে রইলেন কোন যুক্তি দেখিয়ে? সরল স্ত্রী কবে আসবেন, কবে তাকে নেবেন, এ জিজ্ঞাসা চার বছর ধরে করে চলল, তখন আপনার জবাব কী ছিল? আপনার গোটা বিষয়টিই বুঝতে যে কারো কষ্ট হবে। নিজে একজন বিজ্ঞ মুফতির কাছে হাজির হয়ে সময় নিয়ে দীর্ঘ আলোচনা করে মাসয়ালা জেনে নিন। এক কথায় আপনার উত্তর দেয়া সমীচীন নয়।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Hasna Hena ১৮ জানুয়ারি, ২০১৯, ১:০৪ পিএম says : 0
আমি এই প্রশ্নোত্তর গুলো দেখি এবং নতুন অনেক কিছু জানতে পারি।কিন্তু আমিও কিছু প্রশ্ন করতে চাই।কিভাবে করব?
Total Reply(1)
Inqilab ১৮ জানুয়ারি, ২০১৯, ১:৪৩ পিএম says : 4
ইসলামিক প্রশ্নোত্তর বিভাগে প্রশ্ন পাঠানোর ঠিকানা inqilabqna@gmail.com

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন