শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মুম্বাইয়ে আবাসন ব্যয় বেড়ে যেতে পারে ৬ শতাংশ

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের মুম্বাইয়ে ২০১৬ সালের মধ্যে আবাসন খাতে ব্যয় বেড়ে যেতে পারে গড়ে ৬ শতাংশ। প্রোপার্টি কনসালটেন্ট জোন্স ল্যাং লাসালের এক প্রতিবেদনে বলা হয়, এ বছরই মুম্বাই ও এর আশপাশে আবাসন ব্যয় ২০১৫ সালের ৩.৩ শতাংশ ও ২০১৪ সালের ৭ শতাংশের তুলনায় গড়পড়তা ৬ শতাংশ বেড়ে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত দুই বছরে যেখানে মুম্বাইজুড়ে সবকিছুর দাম দ্বিগুণ বেড়ে গিয়েছিল, সেখানে আবাসন ব্যয় নাগরিকদের সাধ্যের মধ্যেই ছিল। নিঃসন্দেহে মুম্বাইয়ে যারা একটি বাড়ি করতে চান, তাদের জন্য সেটি ছিল একটি ভালো খবর। কিন্তু এ বছর তা বেড়ে যেতে পারে বলে জানান জেএলএল ইন্ডিয়ার ব্যবসা ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক রমেশ নায়ার। তিনি বলেন, ৬ থেকে ৭ শতাংশ দাম বৃদ্ধির বিষয়টি গত বছরই আশা করা হয়েছিল, কিন্তু তা হয়নি। ওই বছর তা স্থির ছিল ৩.৩ শতাংশে। গত বছরের ওই অবস্থা থেকে বোঝা যায়, ডেভেলপাররা সে সময় কতটা সংযমী রেখেছিলেন নিজেদের। অনেকেই এ সময় আকর্ষণীয় মূল্যে বাড়ির মালিক হতে পেরেছেন। ব্যবসায়ীদের জন্য বছরটি তেমন ভালো না গেলেও, নাগরিকদের জন্য ছিল পোয়াবারো। কিন্তু এ বছরটি হতে পারে ব্যবসায়ীদের। বিজনেস টুডে।॥

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন