শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

আইএসের হামলায় সিরিয়ায় মার্কিন সেনাসহ নিহত ২০

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ২:০২ এএম

সিরিয়ার মানবিজ শহরে আইএসের বোমা বিস্ফোরণে ২০ জন নিহত এবং আরও বেশকিছু মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন মার্কিন সেনা রয়েছেন। এছাড়া আরও ৩ মার্কিন সেনার আহতের খবর নিশ্চিত করেছে পার্সটুডে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার বিকেলে মার্কিন নেতৃত্বাধীন একটি সেনা টহলের কাছে এ বোমা বিস্ফোরিত হয়। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, সেনাদের নিয়মিত টহলের সময় তারা বিস্ফোরণের কবলে পড়ে। এর আগে ইরাক ও সিরিয়ায় অভিযান চালানোর দায়িত্বে নিয়োজিত মার্কিন দপ্তর এক বিবৃতিতে জানায়, বিষয়টি নিয়ে আমরা এখনও তথ্য সংগ্রহ করছি এবং পরে বিস্তারিত জানানো হবে। এদিকে ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, বোমা বিস্ফোরণে নিহতদের নয়জন বেসামরিক ব্যক্তি ; বাকিরা সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র সদস্য। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, মানবিজ শহরের কেন্দ্রস্থলে আল-উমারা রেস্টুরেন্টের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে আইএস। উল্লেখ্য, সম্প্রতি সিরিয়া থেকে আমেরিকা সেনা প্রত্যাহার শুরু করেছে। এর মধ্যেই মার্কিন সেনারা হামলার শিকার হলো। রয়টার্স, পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন