শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বুড়িচংয়ে সনদ ও পুরস্কার বিতরণ

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

কুমিল্লার বুড়িচং উপজেলা ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৮-১৯ খ্রী: এর সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার উপজেলার আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. রেজাউল করিমের সার্বিক তত্ত¡াবধানে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম।

উক্ত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে মনোমুগ্ধকর বিভিন্ন ইসলামী হামদ, নাত ও গজল পরিবেশন করে । পুরস্কার বিতরণের প্রাক্কালে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন যে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেও বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে জাতির জনক যে স্বপ্ন নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন আজ তা বাস্তবে রূপ নিতে চলেছে। সমাজে ইসলামী ভাবধারা বিনির্মাণে এবং পবিত্র ক্বোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন গড়তে ইসলামী ফাউন্ডেশন অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অদূর ভবিষ্যতে ও এ ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা উল্লেখ করেন। এসময় ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিযোগিতার বিচারক মন্ডলীরা উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন