বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

পতিসরে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদ্যাপন

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্কঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদ্যাপন উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত আত্রাই উপজেলায় অবস্থিত রবীন্দ্র কাচারি বাড়িতে কবির জন্মদিনে, ‘রবীন্দ্র জন্মোৎসব’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করে নওগাঁ জেলা প্রশাসন। এই আয়োজনের সহযোগিতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি রয়েছে গ্রামীণফোন। নওগাঁ জেলার আত্রাই উপজেলা মুনিয়ারি ইউনিয়নের কালিগ্রাম পরগনার পতিসর নামক গ্রামে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি। নওগাঁ জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে রবিঠাকুরের স্মৃতিবিজড়িত এই কুঠিবাড়ি। প্রতি বছর এখানে কবিগুরুর জন্মজয়ন্তী ও মৃত্যুবার্ষিকী আনুষ্ঠানিকভাবে পালিত হয়। রবীন্দ্র জন্মজয়ন্তী পতিসর পরিণত হয় এক মহা মিলনমেলায়। আশেপাশের গ্রামের লোকসহ রবীন্দ্র অনুরাগীদের কাছে এ এক মিলন তিথি, আত্মার মিলনের উপলক্ষ। মো. ইসরাফির আলম, এমপি-এর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু করা হয় এবারের দিনব্যাপি ‘রবীন্দ্র জন্মোৎসব’। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার, এমপি। শুরুতেই ছিলো স্মারক আলোচনা যার প্রতিপাদ্য বিষয় ‘একুশ শতকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা’। আলোচনায় ছিলেন রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ আশরাফুল ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপি এ আয়োজনের সমাপ্তি ঘটে। নওগাঁ জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে পুরো আয়োজন পরিচালনা করা হয়। আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন নওগাঁ পুলিশ সুপার জনাব মো. মোজাম্মেল হক, বিপিএম, পিপিএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন