বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এ বছর প্রকাশিত হবে হ-য-ব-র-ল-এর প্রথম অ্যালবাম

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

২০১৫ সালের ১৫ জানুয়ারি যাত্রা শুরু করে ব্যান্ড দল হ য ব র ল। এ বছর দলটি পঞ্চম বছরে পা দিয়েছে। গত চার বছরে কয়েকটি গান প্রকাশ করলেও এবারই প্রথম অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে ব্যান্ডটি। অ্যালবাম প্রকাশের আগে দলটি ইউটিউবে প্রকাশ করেছে তাদের প্রথম মিউজিক ভিডিও ‘কোথায় থামবে’। গানটির কথা লিখেছেন দলটির লিড ভোকাল সজিব আহমেদ। এটি তাদের প্রথম অ্যালবামের অন্যতম একটি গান। সজিব আহমেদ বলেন, সামাজিক নানা বিষয় নিয়ে ভালোকিছু গান উপহার দেয়া ও দেশের সঙ্গীতাঙ্গনকে সমৃদ্ধ করার প্রত্যয়ে আমরা হ য ব র ল প্রতিষ্ঠা করি। যদিও শুরু থেকেই আমাদের নানা সংকটে পড়তে হয়েছে। অনেক চড়াই-উৎড়াই পেরিয়ে আমরা এ পর্যন্ত এসেছি। আশা করছি, এখন থেকে দর্শকদের ভালো কিছু গান উপহার দিতে পারবো। এ বছরের আগস্ট মাসে আমাদের ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশ পাবে। অ্যালবাম প্রকাশের আগে মে মাস পর্যন্ত আমরা পাঁচটি গান-ভিডিও ধারাবাহিকভাবে প্রকাশ করবো। ‘কোথায় থামবে’’ গানটি দিয়ে এ যাত্রা শুরু হলো। হ য ব র ল-এর সদস্যরা হচ্ছেন-সজিব আহমেদ (ভোকাল), নির্ঝর ম্যাক্স ও হিমাদ্রি (গিটার), আবরার(কী-বোর্ড), সাদি (বেস গিটার) ও ফারদিন (ড্রামস)। নাম ঠিক না হওয়া ব্যান্ডটির অ্যালবামে থাকছে ৯টি গান। এরমধ্যে বেশিরভাগ গানই রেকর্ড করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন