বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মেক্সিকোয় তেলের পাইপ বিস্ফোরণে নিহত ২১

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

মেক্সিকোর হিদালগো প্রদেশে ফুটো হয়ে যাওয়া একটি তেলের পাইপলাইনে বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে, অগ্নিদগ্ধ ৭১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে ত্লাহুয়েলিলপান শহরের কাছে ‘তুলা’ তেল শোধনাগারে এ দুর্ঘটনা ঘটে। কী কারণে তেলের পাইপ ফুটো হয়ে গিয়েছিল তা এখনো জানা যায়নি বলে বিবিসি জানায়। রয়টার্সের খবরে বলা হয়, হিদালগো রাজ্যের গভর্নর ওমর ফায়াদ জানান, স্থানীয় কিছু লোকজন ‘লিক’ হওয়া জ্বালানি তেলের পাইপলাইন থেকে তেল চুরি করতে গেলে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মেক্সিকান টেলিভিশনের ফুটেজে দেখা যায়, রাতের অন্ধকার আকাশ ছেয়েছে আগুনের লাল আভায়। পাইপলাইন বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠায় কর্তৃপক্ষ। আহতদের চিকিৎসায় ব্যস্ত রয়েছেন চিকিৎসকরা। উল্লেখ্য, মেক্সিকোতে পাইপলাইন থেকে এভাবে তেল চুরি একটি স্বাভাবিক ঘটনা। এটি বন্ধ করতে ২০১৮ সালে দেশটির প্রেসিডেন্ট ৩ বিলিয়ন ডলারেরও অধিক ব্যয়ে একটি কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছিলেন। “আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ওই এলাকা এখন প্রচণ্ড উত্তপ্ত হয়ে আছে। যে কারণে উদ্ধারকর্মীদের অপেক্ষা করতে হচ্ছে।” হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন