শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রিমিয়ার হকি শুরু আগামীকাল

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আগামীকাল থেকে টার্ফে গড়াচ্ছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগ। দীর্ঘ তিন বছর পর সব দলের অংশগ্রহণে শুরু হচ্ছে এই লিগ। হকি ফেডারেশনের নির্বাচনী জটিলতার কারণে ২০১৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রিমিয়ার হকিতে অংশ নেয়নি মোহামেডান, মেরিনার, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাব। এধারা পরের বছরও অব্যাহত রাখে তারা। তাদের দাবি ছিল খাজা রহমতউল্লাহ ফেডারেশনের সাধারণ সম্পাদক থাকাকালে ঘরোয়া হকির কোন আসরে খেলবে না। অবশেষে এই অবস্থান থেকে সরে আসতে হলো বিদ্রোহী খ্যাত চার ক্লাবকে। গত বছরের অক্টোবরে রহমতউল্লাহ পদত্যাগ করলে আবারও সরব হয়ে ওঠে দেশের হকি অঙ্গন। চার বিদ্রোহী ফিরে খেলায়। আবাহনী, মোহামেডান, ঊষা ও মেরিনার এবার শক্তিশালী দল গঠন করায় জমজমাট একটি লিগের প্র্যাতাশা করছেন দেশের হকি ভক্তরা। প্রিমিয়ার হকির উদ্বোধনী দিনে টার্ফে নামবে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। লিগে অংশ নেয়া দলগুলো হলো- ঢাকা মোহামেডান, আবাহনী লিমিটেড, মেরিনার ইয়াংস ক্লাব, সোনালী ব্যাংক, আজাদ স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, অ্যাজাক্স এসসি, সাধারণ বীমা, ঢাকা ওয়ান্ডারার্স, ওয়ারী ক্লাব ও বাংলাদেশ রেলওয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন