শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ডাবল সেঞ্চুরির ম্যাচে সেঞ্চুরি মাহামুদুল্লাহ’র জয়ে ফিরলো গাজী গ্রুপ

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মোহামেডানের কাছে হারের ক্ষত শুকিয়ে জয়ের ধারায় ফিরেছে গাজী গ্রæপ। গতকাল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২৭ বল হাতে রেখে কলাবাগান ক্রীড়াচক্রকে ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রæপ। এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তটাই এগিয়ে দিয়েছে গাজী গ্রæপকে। ওপেনিং জুটির ৪৬ এবং তৃতীয় জুটির ৫৯ রানের পরও কলাবাগান ক্রীড়াচক্রকে ২২৩ রানে অল আউট করতে পেরেছে গাজী গ্রæপ। দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার অলক কাপালী নিজের উপর অর্পিত অধিনায়কের দায়িত্ব এদিন পালন করেছেন বোলিংয়ে (৩/৩৬)। কলাবাগান ক্রীড়াচক্রের এই স্কোর তাড়া করতে এতোটুকু দূর্ভাবনায় ফেলতে দেয়নি গাজী গ্রæপের ২ ওপেনার এনামুল বিজয়-সামছুর রহমান শুভ। হ্যামেস্ট্রিংয়ে টান পড়ে ড্রেসিং রুমে ফিরে যাওয়ার আগে ১৫৫ রানের জুটিতে অবদান রেখেছেন এনামুল বিজয় (৭০ রান), সামছুর রহমান শুভ সেখানে করেছেন ৭৫ রান (৯১ বলে ৯ চার ১ ছক্কা)। লড়াইটা একাই চালিয়েছেন মাশরাফি (২/৪৩)। ৫ম ম্যাচে ৩য় জয় গাজী ট্যাংকের, সেখানে ৪র্থ হার কলাবাগান ক্রীড়াচক্রের।
বিকেএসপিতে এদিন ব্যাটে দ্যূতি ছড়িয়েছেন মাহামুদুল্লাহÑমার্শাল আইয়ুব। তাদের জোড়া সেঞ্চুরি (মাহামুদুল্লাহ’র ১৩০, মার্শাল আইয়ুবের ১০৩) এবং তৃতীয় জুটির ২০৩ রানের পার্টনারশিপে এদিন সিসিএস নিজেরাই যেনো দর্শক হয়ে গেছে। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে দ্বাদশততম ম্যাচকে এদিন ৫ম সেঞ্চুরিতে উদযাপন করেছেন মাহামুদুল্লাহ। ১৩৯ বলে ১৩০ রানের ইনিংসে ৮টি চারের পাশে ছিল তার ৫টি ছক্কা। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি এদিন উদযাপন করেছেন মার্শাল আইয়ুব (১১৫ বলে ১২ চার এ ১০৩)। মার্শাল আইয়ুবকে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে অভিষেক সেঞ্চুরি পেতে যেখানে খেলতে হয়েছে ১১২ বল, সেখানে লিস্ট ‘এ’ ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি উদযাপনে লেগেছে মাহামুদুল্লাহ’র ১২২ বল। শেষ ১০ ওভারকে প্রকৃত শ্লগের উত্তাপ দিয়েছেন মাহামুদুল্লাহ। তার ঝড়ো ব্যাটিংয়ে শেষ ৬০ বলে ৯৩ রান যোগ করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই জোড়া সেঞ্চুরিতে ভর করে ২৯০/৫ স্কোর পুঁজিকে ৯০ রানের বিশাল জয়ে পরিনত করে ছেড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সিসিএস’র পক্ষে রাজিন সালেহ করেছেন সর্বোচ্চ ৫১। শেখ জামাল ধানমন্ডির এটি ৫ ম্যাচে তৃতীয় জয়। সেখানে এখনো পয়েন্টের মুখ দেখেনি সিসিএস।
স ং ক্ষি প্ত স্কো র
মোহামেডানÑকলাবাগান একাডেমী
কলাবাগান একাডেমী : ২৩১/১০ (৪৯.২ ওভারে), মাশুকুর ৩১, সাক্সেনা ৯৬, মেহেদী মিরাজ ৫০, এনামুল জুনি. ৩/৪৬, নাইম জুনি.২/৫৪, নাইম ২/৫৬। মোহামেডান : ২১০/৬ (৪২.৩ ওভারে), ইজাজ ৬০, থেরাঙ্গা ৯০*, মুশফিকুর ২৩, বিশ্বনাথ ২/৩৯।
ফল : ডাকওয়ার্থ-লুইস মেথডে মোহামেডান ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : থেরাঙ্গা
(মোহামেডান)।
গাজী গ্রæপ-কলাবাগান ক্রীড়াচক্র
কলাবাগান ক্রীড়াচক্র : ২২৩/১০ (৪৮.৪ ওভারে), জসিমুদ্দিন ২৯, মাসাকাদজা ৪০, তাসামুল ৪৭, নিহাদুজ্জামান ৩০, অলক কাপালী ৩/৩৬, সাইদ আনোয়ার জুনি. ২/৩৯, মইনুল ২/২৭।
গাজী গ্রæপ ক্রিকেটার্স : ২২৫/৪ (৪৫.৩ ওভারে), এনামুল বিজয় ৭০, সামছুর শুভ ৭৫, অলক কাপালী ২৩*, মাশরাফি ২/৪৩।
ফল: গাজী গ্রæপ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : সামছুর রহমান শুভ
(গাজী গ্রæপ)।
শেখ জামাল-সিসিএস
শেখ জামাল ধানমন্ডী : ২৯০ (৫০.০ ওভারে), মার্শাল আইয়ুব ১০৩, মাহামুদুল্লাহ ১৩০, মেহরাব ৩/৪৫, শাওন ২/৩৮। সিসিএস : ২০০ (৪৮.৩ ওভারে), সাইফ ৪৭, পিনাক ২৪, রাজিন ৫১, শফিউল ২/২৮, মোক্তার ২/২৮, জীবন মেন্ডিজ ২/১৫।
ফল : শেখ জামাল ৯০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মাহামুদুল্লাহ
(শেখ জামাল)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন