শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাজস্থানে পালিয়ে বিয়ে করলে আশ্রয় দেবে পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০১৯, ৪:০৬ পিএম

লুকিয়ে প্রেম করেছেন, অথচ পরিবারকে মানাতে পাড়ছেন না। পারিবারিক বাঁধাকে অবজ্ঞা করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে হচ্ছে যেসব জুটিকে, এবার তাদের জন্য একটি সুখবর নিয়ে এলো রাজস্থান সরকার। সেখানে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলেই আশ্রয় দেবে পুলিশ। রোববার এই ঘোষণা দিয়েছে রাজস্থান সরকারের পুলিশ দফতর। খবর দ্য ইন্ডিয়া টাইমস।
প্রতিবেদনে বলা হয়, রাজ্য সরকারের পুলিশ সদর দফতর পলাতক দম্পতিদের জন্য একটি ‘শেল্টার হোম’ তৈরির কথা ভাবছে। এই শেল্টার হোমের বিষয়ে রাজস্থান পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জঙ্গা শ্রীনিবাস রাও বলছেন, ‘এখানে পলাতক দম্পতিদের যাতে কোনো ধরনের বিপদে পড়তে না হয়, মূলত সে কারণেই এই শেল্টার হোমটির নির্মাণের করা ভাবছি।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘রাজ্যের সব জেলার পুলিশকে প্রায়ই এমন সমস্যার সম্মুখীন হতে হয়। যে কারণে পুলিশ সদর দফতর থেকে সদ্য বিবাহিতদের সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘একইসঙ্গে পলাতক দম্পতিদের সাহায্যের জন্য রাজ্যের সব পুলিশ রেঞ্জ ও জেলা স্তরে পর্যাপ্ত সংখ্যক সিনিয়র মহিলা পুলিশ অফিসারদেরও নিয়োগ দেওয়া হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন