বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ভিন্ন ধারার গল্প নিয়ে নাটক অ্যাপস ২০১৫

বিনোদন ডেস্ক: | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

জন্ম, মৃত্যু, বিয়ের মতো-সত্য, পাপ, পূণ্য এই তিনটিও মানবজীবনে চিরভাস্বর। মানুষের পাপ-পূণ্যের কর্মের উপর ভিত্তি করে ধাবিত হয় মানব জনম। লোভ ও ক্ষোভ এই দুটি রিপু মানুষের মনে বাসনা ও কামনা জাগ্রত করে। সেই অতি কামনা ও বাসনা চরিতার্থে মানুষ পশুত্বে রূপ নেয়। লোপ পায় বিবেক ও মননশীলতার। ভুলে যায় সকল মানবতা। কিন্তু মানব জীবনের কিছু মূহুর্ত আমার, তার ও আমি’র দ্বারপ্রান্তে এসে স্থির হয় আর মনে করিয়ে দেয়, দেখিয়ে দেয় অতীত কর্মের আয়না। সেই আয়নায় নিজের নোংরা অতীত দেখে অনেকে আঁৎকে ওঠে এবং যে কোন উপায়ে মুছে ফেলতে চায় সেই নোংরা অধ্যায় কিন্তু তখন আর উপায় থাকে না। এমনই এক উপলব্ধীমূলক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অ্যাপস ২০১৫’। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে। আহসান হাবীব সকালের রচনা ও কাজী সাইফ আহমেদ পরিচালনায় এবং রাসেল সিদ্দিকী প্রযোজিত এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন উর্মিলা শ্রাবন্তী কর, এস এন জনি, অর্নব অন্তু, স্বর্না, আশরাফুল আলম সোহাগ ও শিশুশিল্পী জুঁই প্রমুখ। নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন