শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মোদির বার্তা নিয়ে জয়শঙ্কর ঢাকা আসছেন আজ

প্রকাশের সময় : ১১ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিশেষ বার্তা নিয়ে দু’দিনের সফরে আজ (বুধবার) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। ঢাকা সফরে তিনি সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতন ছাড়াও বাংলাদেশের চলমান নিরাপত্তা ও দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা করবেন। দিল্লির কূটনৈতিক দপ্তর সাউথ ব্লক সূত্রের বরাত দিয়ে উত্তর-পূর্ব ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খ গতকাল এ খবর দিয়েছে।
পত্রিকাটি জানায়, ভারতের কেন্দ্রীয় সরকারের বিশেষ দূত হিসেবে ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা পৌঁছে দেয়ার পাশাপাশি তাকে ভারত সফরে মোদির আমন্ত্রণ জানাবেন।
সফরকালে জয়শঙ্কর পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সরকারের কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। জয়শঙ্করের এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের চলমান নিরাপত্তা পরিস্থিতি বিশেষ গুরুত্ব পাবে। উল্লেখ্য, ২০১৫ সালের ২৯ জানুয়ারি পররাষ্ট্র সচিবের পদ থেকে সুজাতা সিংকে সরিয়ে জয়শঙ্করকে নিয়োগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাঁচ সপ্তাহের মাথায় ২ মার্চ একদিনের সফরে ঢাকায় আসেন তিনি। সেই সফরের পর বাংলাদেশে ভারতের বিদেশসচিবের এটি দ্বিতীয় সফর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nadim ahmed ২০ আগস্ট, ২০১৯, ৩:৪৮ পিএম says : 0
India does not know how to give anything to any country. They only know how to get. Well, as for tista, we are not asking you to give us anything. We are only asking for distribution of water as per international law. But you forcefully denying our right. Shame on you India.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন