বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আল্লাহ্র সার্বভৌমত্ব কুরআন-সুন্নাহ্র ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান

প্রধানমন্ত্রীর কাছে ইসলামী সমাজের আমীরের চিঠি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

আল্লাহ্তায়ালার সার্বভৌমত্বের ভিত্তিতে সমাজ-রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন, ইসলামী সমাজের আমীর হযরত সৈয়দ হুমায়ূন কবীর। প্রধানমন্ত্রীর বরাবরে প্রেরিত একপত্রে তিনি এ আহ্বান জানান। সংগঠনের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে চিঠি হস্তান্তর করেন। ডাক বিভাগে দায়িত্বরত কর্মকর্তা চিঠিটি গ্রহণ করেন। সংগঠনের কেন্দ্রীয় নেতা সোলায়মান কবীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, আবু জাফর মোহাম্মদ ইকবাল, মুহাম্মদ ইউসুফ আলী, আমির হোসেন, মো: ইয়াছিন প্রমুখ। চিঠিতে দলের আমীর বলেন, সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্ব ও তাঁরই প্রদত্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থা “ইসলাম”-এর আইন বিধানের ভিত্তিতে রাষ্ট্রীয ক্ষমতা লাভই একমাত্র বৈধপন্থা। চিঠিতে তিনি বলেন, সৃষ্টিকর্তা আল্লাহ্তায়ালা পরীক্ষা করার জন্য আপনাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন। মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও কর্তৃত্বের পরিবর্তে, আল্লাহ্র নির্দেশ ও সুন্নাহ্র অনুসরণ করে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ। এ পথে রাষ্ট্র পরিচালনা করলেই দুনিয়া ও আখিরাতে সফল হওয়া সম্ভব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন