শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রতীকের আত্মহত্যায় প্ররোচকদের বিচারের দাবি ঢাবি পরিবারের

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী সাইফুর রহমান প্রতীকের আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়া শিক্ষকদের বিচার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।
মানবন্ধনে অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম, ভাষা বিজ্ঞান অনুষদের চেয়ারম্যান সালমা নাসরীন প্রমুখ উপস্থিত ছিলেন। গত ১৫ জানুয়ারি শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র প্রতীকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবার মৃুত্যর জন্য বিভাগের শিক্ষকদের অসহোগিতাকে দায়ী করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন