বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চট্টগ্রামে স্পোটিং উইকেট

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

ঢাকা ও সিলেট ভেন্যুতে ছিল রানের খড়া। যার রেশ পরেছিল গ্যালারিতেও। দর্শকশূণ্য মিরপুর কিংবা চা-বাগানঘেরা সিলেটের গ্যালারি হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সংশ্লিষ্টদের। এ নিয়ে হয়েছে নানা সমালোচনাও। টি-২০ ক্রিকেটে দর্শকরা চায় ব্যাটিংয়ের তাÐব ও চার-ছক্কার ফুলঝুড়ি। তা থেকে দর্শক হয়েছে বঞ্চিত। কিন্তু চট্টগ্রামের দর্শক অত্যন্ত ক্রিকেট পাগল। ক্রিকেটের নাম শুনলে হুমড়ি খেয়ে পড়ে গ্যালারিতে। টিকিটের দাম কত তা মানতে চায় না, চাই টিকিট। গ্যালারিতে বসে খেলা দেখতেই হবে। এমন ক্রীড়াপাগল চট্টগ্রামের দর্শকরা অতীতে অনেক খেলোয়াড়দের ব্যাটিংয়ের তাÐব দেখে আনন্দ মনে ফিরেছিল বাড়িতে। এবারের বিপিএলেও দর্শকরা চায় চার-ছক্কার ফুলঝুড়ি ও উচ্ছ¡াস ভরা গ্যালারি। দর্শকদের কথা বিবেচনায় রেখে চট্টগ্রামের উইকেট অতীতে তৈরি হয়েছিল স্পোর্টিং উইকেট। তা থেকে ব্যাটসম্যান এবং বোলাররাও নিয়েছিল সুবিধা। তাই এবারো চট্টগ্রামের উইকেট হয়তো থাকবে স্পোর্টিং। ব্যাটসম্যান ও বোলারদের ক্যারিশমা দেখতে পাবে চট্টগ্রামের ক্রিকেট পাগল দর্শকরা। আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে দেশের অন্যতম সেরা ভেন্যু চট্টগ্রাম বরাবরের মতো এবারো এগিয়ে থাকতে চায়। দর্শক খরা ভুগতে থাকা বিপিএলে প্রাণে সঞ্চার করে চট্টগ্রাম। এবারো তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন আয়োজকরা। বিশ্বের নামিদামী সব তারকা ক্রিকেটার হাজির হচ্ছে এই চট্টগ্রামে। তাদের নিরাপত্তার ব্যাপারেও বেশ সজাগ আইন-শৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে তারা নিজেদের প্রস্তুতিও সেরে নিয়েছেন। পুলিশ, র‌্যাব, সোয়াতসহ বিভিন্ন বাহিনী মিলে চালিয়েছে নিরাপত্তা মহড়া। হোটেল থেকে ম্যাচ ভেন্যুতে কিভাবে নিরাপদে ক্রিকেটার এবং কর্মকর্তাদের নিয়ে যাওয়া হবে এবং স্টেডিয়ামে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কিভাবে মোকাবেলা করবেন এ নিয়েও একটি মহড়া দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনী। সব মিলিয়ে বিপিএলকে রাঙাতে পুরোপুরি প্রস্তুত চট্টগ্রাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন