শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মোহামেডানের ভরসা স্পিন, সেরা খেলার প্রত্যয় আবাহনীর

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : প্লেয়ার্স ড্রাফটে লটারী ভাগ্যে যে দলটি পেয়েছে আবাহনী, তাতে কাগজে কলমে তারাই সেরা। তবে মাঠের লড়াইয়ে কিন্তু তার স্বাক্ষর রাখতে পারেনি তা। ৫ ম্যাচের দু’টিতে হেরেছে তারা, অন্য ৩টি জয়েও খুব বেশি বাহাবা নিতে পারেনি তারা। ভিক্টোরিয়ার বিপক্ষে ৯ রানের জয়ে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং, ব্রাদার্সের বিপক্ষে ২ উইকেটে জয়েও গলঘর্ম দশা আবাহনীর। তবে ভিক্টোরিয়ার কাছে হার বাদ দিলে, মোহামেডানের অবশিস্ট ৪ জয়ের সব ক’টিই বড় ব্যবধানে।  আবাহনীকে ভোগাচ্ছে টপ অর্ডার। তামীম রান পেলেও ফর্মে নেই লিটন,অভিষেক মিত্র’র ব্যাটেও নেই রান। এখানে এগিয়ে মোহামেডান। ওপেনিংয়ে ইজাজ,অথবা সৈকত, কেউ না কেউ যাচ্ছেন দাঁড়িয়ে, আর তিন নম্বরে শ্রীলংকান থেরাঙ্গা তো মোহামেডানকে নির্ভরতা দিয়েই চলেছেন ( ৫ ম্যাচে ২৯৯ রান)। মিডল অর্ডারের শক্তি অবশ্য সমান-সমান। আবাহনীকে যেখানে ভরসা দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, সেখানে মোহামেডানে মুশফিকুর, নাইম ইসলাম, দিচ্ছেন আস্থার প্রতিদান।
পেস অ্যাটাকে মোহামেডানের ভরসা শুধুই শুভাশিষ, সেখানে তাসকিনের উপর নির্ভর হতে হচ্ছে আবাহনীকে। তবে মোহামেডানের মূল শক্তি স্পিন। দুই বাঁ হাতি এনামুল জুনিয়র, নাইম জুনিয়র ১১টি করে উইকেট পকেটে পুরেছেন, অফ স্পিনার নাইম ইসলাম আছেন তাদের পাশে দারুন সহায়ক শক্তি হয়ে। এখানেই পিছিয়ে আবাহনী। লেগ স্পিনার জুবায়ের এবং স্পিনার সাকলায়েন সজীবই যে ভরসা আবাহনীর।  মোহামেডানের শক্তিকে এগিয়ে রাখতে দ্বিধা নেই আবাহনী অধিনায়ক তামীমেরÑ‘মোহামেডান টুর্নামেন্টের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে জিততে হলে, আগের চেয়ে অনেক ভালো ক্রিকেট খেলতে হবে।’  তবে অঅবাহনীকে ভারসাম্যপূর্ণ দল মনে করে সতর্ক মোহামেডান কোচ সোহেল ইসলামÑ‘অবশ্যই আবাহনী একটি ভালো দল। এই বছর তারা ভালো একটি দল গঠন করেছে। সবমিলিয়ে তাদের দলটি ভারসাম্যপূর্ণ দল।’
স্পিন দিয়েই আবাহনীকে ধাক্কা দিতে চান মোহামেডান কোচÑ‘মোহামেডান স্পিন নির্ভর দল। অআমাদের স্পিনাররা ভালো এবং অভিজ্ঞ। নাঈম ইসলাম আছে, এনামুল জুনিয়র আছে। নাঈম ইসলাম জুনিয়র আছে। নাঈম ইসলাম, জনি আছে। আমাদের যে স্পিন শক্তি আমার ধারণা এগুলো দিয়ে আমরা প্রতিপক্ষকে আটকাতে পারবো।’  উপরের সারির ২ ব্যাটসম্যান মুশফিকুর এবং থেরাঙ্গা রানে থাকায় সামনের হার্ডলগুলোও পেরুনোর ভরসা পাচ্ছেন মোহামেডান কোচÑ‘অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। যেহেতু তারা রানে আছে তাদের কাছে এটা প্রত্যাশা করবোই। টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে কেউ বড় রান করলে ওই দলের জন্য ম্যাচ জেতাটা  সহজ হয়ে যায়।’
লীগের মাঝপথে এসে চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে সাক্ষাৎ, লড়াইয়ে হেরে গেছে শিরোপা পুনরুদ্ধারের পথটা কঠিন হয়ে পড়বে আবাহনীর। সে কারনেই আজ সেরা ক্রিকেট খেলার প্রত্যয় আবাহনী অধিনায়কেরÑ‘প্রস্তুতি আমরা ভালোই নিয়েছি।  দল হিসাবে আমাদের আরও অনেক ভালো খেলা উচিত। আমরা এখন পর্যন্ত আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। এই টুর্নামেন্টে ভালো অবস্থানে থাকতে মোহামেডানের বিপক্ষে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’ প্রিমিয়ার ডিভিশনের সর্বশেষ আসর কি দারুনই না কেটেছে লিটন দাসের, এই আসরে অপরিহার্য কোটায় লিটনকে রেখে দেয়ার পরও তার ব্যাটে নেই রান। জাতীয় দল থেকে বাদ পড়া  এই ওপেনারের রানে ফিরে আসার দিকেই এখন তাকিয়ে তামীমÑ‘সত্যি লিটন খুব একটা ফর্মে নেই। কিন্তু আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, একটি সিঙ্গেল ডেলিভারির ওপর নির্ভর করে সবকিছু। একটি ভালো বল একটা ভালো চার একটা ব্যাটসম্যানকে ফর্মে ফেরত নিয়ে আসতে পারে। আমার বিশ্বাস দুই তিনটা বল বা দশটা বল ভালোভাবে ও (লিটন) ফেস করে তাহলে আবার ফর্মে ফিরে আসবে। আর ওর ফর্মে ফেরা আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই ওকে সাপোর্ট করি, আশা করি ও(লিটন) খারাপ সময় ছেড়ে চলে আসবে।’
উইকেট কিপার কাম ব্যাটসম্যান ভারতীয় উদয় কাউলকে ভালই নির্ভরতা দিয়েছে আবাহনীকে ৪ ম্যাচে। সেই উদয় কাউলের পরিবর্তে কে কে আর এবং প্রাইম দোলেশ্বরের সাবেক উইকেট কিপার কাম ব্যাটসম্যান বিশলাকে দলে নিয়ে তার সুফল পায়নি আবাহনী সর্বশেষ ম্যাচে! এখানেও আছে দুর্ভাবনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন