শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আইএস পরাজিত না হওয়া পর্যন্ত সিরিয়ায় আমরা থাকব : পম্পেও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৯, ১২:১১ এএম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসকে পরাজিত না করা পর্যন্ত আমেরিকার সেনারা সিরিয়ায় থাকবে। পম্পেওর এ বক্তব্যের ভেতর দিয়ে আবারো মার্কিন প্রেসিডেন্টের অবস্থানের সঙ্গে কোনো কোনো কর্মকর্তার ভিন্নমতের বিষয়টি ফুটে উঠলো। বুধবার পম্পেও মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে বলেন, সিরিয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প একটি সতর্কমূলক ও হিসাবি সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেখান থেকে আমাদের ২,০০০ সেনা প্রত্যাহার করে নিচ্ছি এবং এ নিয়ে কোনো ভুল করা যাবে না। সিরিয়ায় আইএস খেলাফতের পরাজয় প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। তবে যতক্ষণ পর্যন্ত তা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে থাকছি। গত ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট ট্রাম্প আকস্মিকভাবে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। এর বিরোধিতা করে প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস পদত্যাগ করেন। এছাড়া, আমেরিকার ভেতরে ও বাইরে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে এক রকমের তোলপাড় সৃষ্টি হয়। ইহুদিবাদী ইসরাইল ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। ফক্স নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন