শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রণব মুখার্জিকে শেখ হাসিনার অভিনন্দন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৯, ৩:২৫ পিএম

ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় তিনি শুভেচ্ছা জানান।

ভারতের প্রাক্তনসাবেক প্রেসিডেন্ট মুখার্জি সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় পদক ‘ভারতরত্ন’- এ ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের প্রেসিডেন্ট ছিলেন প্রণব মুখার্জি। দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ৮৩ বছরের এই প্রবীণ রাজনীতিক।

এদিকে আসামের সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্রকার ভূপেন হাজারিকাকে দেয়া হচ্ছে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান। এর আগে তিনি পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার।

অন্যদিকে দেশের প্রতি অবদানের জন্য মরণোত্তর ‘ভারতরত্ন’ দেয়া হচ্ছে সমাজকর্মী নানাজি দেশমুখকে। দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদস্যও ছিলেন দেশমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন