বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ৩:১৬ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে রোববার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। থানার পরিদর্শক অপারেশন ত্রিনাথ সাহা ও এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো; কুমিল্লার দেবিদ্বার থানার চুলাশ গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে আলমগীর হোসেন(৩২), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ আলী(৩৮) ও সদর দক্ষিণ থানার উলুইন গ্রামের মৃত নুর আহাম্মদের ছেলে রফিকুল ইসলাম(৩৫)। তাদের হেফাজত থেকে একটি ম্যগজিন যুক্ত সিলভার কালার পিস্তল, এক রাউন্ড গুলি ও দুইটি রামদা উদ্ধার করা হয়।
মামলা সুত্রে জানা যায়, রোববার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ৫/৬ জন অস্ত্রসস্ত্র নিয়ে সমবেত হয়েছে-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিক পুলিশ অস্ত্রসস্ত্রসহ আলমগীর, মোহাম্মদ আলী ও রফিক মিয়াকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। চৌদ্দগ্রামে আটকের ঘটনায় রোববার চৌদ্দগ্রাম থানায় তিনজনের বিরুদ্ধে এসআই আরিফ হোসেন বাদি হয়ে মামলা করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন