বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কুমিল্লায় ২৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৯, ৫:২৭ পিএম

কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্ত থেকে নানা সময় জব্দকৃত ২৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
রোববার সকালে মাদকদ্রব্য ধ্বংস ও গণসচেতনতামূলক অনুষ্ঠান কোটবাড়ী বিজিবির শালবন বিহার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করেন কুমিল্লা সেক্টর সদর এবং কুমিল্লা ১০ বিজিবি (ব্যাটালিয়ন)।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল- ভারতীয় ফেনসিডিল ১ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ২ শত টাকা, গাঁজা এক কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ১৫০ টাকা, বিভিন্ন প্রকার হুইস্কি ২ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকা, বিভিন্ন প্রকার বিয়ার ২১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা, বাংলা মদ সাত হাজার ৩৫০ টাকা, ইয়াবা ট্যাবলেট এক কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০০ টাকা, যৌন উত্তেজক এক কোটি ৫৬ লাখ ২৩ হাজার ১০০ টাকা, বিভিন্ন প্রকার অবৈধ ট্যাবলেট ১৬ কোটি ২৩ লাখ ৬০ হাজার ১৬০ টাকা, অবৈধ সিরাপ ১৪ লাখ ৬৯ হাজার ২০০ টাকা, নেশা জাতীয় ইনজেকশন ৬ লাখ ২৪ হাজার, ফেনসিডিল লুজ ৮ হাজার, অন্যান্য মাদক ১৬ হাজার ৭০০ টাকা। ধ্বংসকৃত মাদকের আনুমানিক মূল্য ২৫ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ১৬০ টাকা।
প্রধান সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন,পিবিজিএম। মাদকদ্রব্য ধ্বংসকরণ ও গণসচেতনতামূলক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন হাবিলদার সহকারি মো. মনিরুজ্জামান মনির।
সহকারী সমন্বয়কারী হিসেবে এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কুমিল্লা-১০ বিজিবির মেজর আবদুল্লাহ আল ফারুকী, পিএসসি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক তালুকদার, কুমিল্লা বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের পরিচালক সালাহ উদ্দিন আল মুরাদ, কুমিল্লা র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার শেখ বিল্লাল হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক হাজী মো. ওমর ফারুক।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন