বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিউনিখে রেল স্টেশনে ছুরি নিয়ে সন্ত্রাস, নিহত ১

প্রকাশের সময় : ১২ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানির মিউনিখে একটি রেল স্টেশনে এক ব্যক্তি ছুরি নিয়ে যাত্রীদের ওপর হামলা চালিয়েছে, যাতে একজন নিহত ও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখ থেকে ৩২ কিলোমিটার দক্ষিণপূর্বের একটি কমিউটার ট্রেইন স্টেশনে এ হামলা হয়। হামলার পিছনে ইসলামী চরমপন্থার প্রভাব রয়েছেন কিনা পুলিশ তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীকে আটকের খবর জানিয়ে রাজ্য পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ওই ব্যক্তি ছুরি নিয়ে চড়াও হওয়ার সময় ‘আল্লাহু আকবর’ বলেন বলে শোনা গেছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। হামলায় আহতদের মধ্যে ৫০ বছর বয়সী একজনকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সহযোগীর ভূমিকায় রয়েছে জার্মানি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন