শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : আমার মামাতো ভাই, তিন মাস বয়সে ওর মা মারা যায়। আমার আম্মার দুধ খেয়ে আমাদের পরিবারেই বড় হয়। এখন ২০ বছর। মাদ্রাসায় পড়ানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। সিগারেট খায়, বাজে বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়। বের করে দিলে অন্যায় হবে। নাকি অন্য কোন পরামর্শ আছে?

নাম পাওয়া যায়নি
ইমেইল থেকে

প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৯, ১২:২১ এএম

উত্তর : আপনার দুধভাই মূলত আপনার ফ্যামিলি মেম্বার নয়। মামাত ভাইকে লালন পালন ও আশ্রয় দেওয়া খুবই সওয়াবের কাজ। এর ওপর তার আরেকটি পরিচয় হলো, যেমনটি আপনি প্রশ্নে উল্লেখ করেছেন, সে আপনার দুধভাই। আপনারা অনেক ত্যাগ তিতিক্ষা ও চেষ্টা তার পেছনে করেছেন। কিন্তু সে ভালো হয় নি, ভালো হচ্ছে না। ইচ্ছা করলে আরও সুযোগ দিতে পারেন, ইচ্ছা করলে দূরেও সরিয়ে দিতে পারেন। বিশেষ কোনো গুনাহ বা অন্যায় হবে না। অবশ্য এতে আপনার বাবা মায়ের সম্মতি আছে কি না, তারা তাদের ওপর চাপিয়ে নেওয়া এ দায়িত্ব পালনে অক্ষম হয়ে গিয়েছেন কি না, কিংবা তাদের সাথে দুর্ব্যবহার করার পরও তারা কি এ ছেলেটিকে আরও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কিছুদিন সুযোগ দেবেন কি না, এসব ভেবেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ, আপনি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে আসেননি। তবে, সবাই যদি মনে করেন, এখন আর তার দায় নেবেন না, তাহলে তাকে দূরে ঠেলে দিতে শরীয়তে কোনো বাঁধা নেই। কারণ, দুধমায়ের সম্পর্ক নীতিগতভাবে আপন মায়ের মতোই। তবে, দায়-দায়িত্ব বা উত্তরাধিকারের ক্ষেত্রে এসম্পর্ক কোনো কাজে আসে না। এরপরও উত্তম আচরণের কিছু দাবী থেকেই যায়। যা পূরণ করতে যদি আপনারা প্রস্তুত থাকেন, তাহলে তাকে আরও একবার সুযোগ দিয়ে দেখুন। সময়ে সবকিছুই পবিরর্তন হতে পারে।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Kowaj Ali khan ২৮ জানুয়ারি, ২০১৯, ১:১১ এএম says : 0
ভাইয়ের ছেলে আপন ফুফুর দুধ কি পান করিতে পারে?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন