শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কর্মসূচিতে শামিল হন আমির, ইসলামী সমাজের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ূন কবির বলেছেন, আল্লাহ মানুষকে পৃথিবীতে তার প্রতিনিধি করেছেন। মানুষের উচিত আল্লাহকে একমাত্র সার্বভৌমত্বের মালিক মেনে নিয়ে তাঁরই আইন বিধানের আনুগত্যের মাধ্যমে দাসত্ব করা। তিনি বলেন, একমাত্র আল্লাহর আইন-বিধান মেনে রাসূল (সা.)-এর শর্তহীন অনুসরণ ও অনুকরণেই রয়েছে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি। ইসলামী সমাজের উদ্যোগে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘মানুষ দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামীনের প্রতিনিধি ও মানুষের দায়িত্ব-কর্তব্য’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য দেশবাসীকে ঈমান ও ইসলামের দাওয়াতি আন্দোলনে শামিল হওয়ার আহŸান জানান। সভায় রাজধানীকে ১২টি অঞ্চলে ভাগ করে দাওয়াতি কাজে দায়িত্ব প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন