বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রিজার্ভ চুরি : নিউ ইয়র্কের আদালতে আজই মামলা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৯, ৬:০২ পিএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের রিজল কমার্সিয়াল ব্যাংক কর্তৃপক্ষসহ জড়িতদের বিরুদ্ধে বুধবারই নিউ ইয়র্কের আদালতে মামলা করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বুধবার সকালে, মুদ্রানীতি ঘোষণার অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সব প্রস্তুতি নেয়া হয়েছে। আমাদের প্রতিনিধি দল এখন নিউ ইয়র্কে অবস্থান করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত আনার পাশাপাশি দোষীদের বিচারের মুখোমুখি করা এ মামলার উদ্দেশ্য।

২০১৬ সালের ৪ঠা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটে ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ ফিলিপিন্স ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয়।

পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থের মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার আটকানো যায় এবং তা ফেরতও পাওয়া যায়। তবে ফিলিপিন্সে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার জুয়ার টেবিল ঘুরে হাতবদল হয়। পরে দেড় কোটি ডলার জুয়ার আসর থেকে ফিলিপিন্স সরকার ফেরত দিলেও বাকি অর্থ পাওয়া যায়নি।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ঘটনায় মামলা করতে যুক্তরাষ্ট্রে যান কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিনিধি দল। তিন সদস্যের প্রতিনিধি দলটি নিউইয়র্কে ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবে বলে জানান, বাংলাদেশে ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, মামলা করার সার্বিক প্রস্তুতি নিয়েই দলটি যুক্তরাষ্ট্রে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন