বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ত্রিপুরায় বিজিবি-বিএসএফ বৈঠক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৯, ১০:১৮ এএম

আগরতলা (ত্রিপুরা): বাংলাদেশ-ভারতের মধ্যে সীমান্তসহ বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠক করেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) কর্মকর্তারা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজ্যের ঊনকোটি জেলার কৈলাসহরে সেক্টর কমান্ডেন্ট পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্নেল মো. জোবায়ের হাসনাত। বিএসএফের পক্ষে ছিলেন তেলিয়ামুড়া ও পানিসাগর সেক্টরের ডিআইজি বেবি যোসেফ ও সিন্ধু কুমার।

সূত্র বলছে, সীমান্ত এলাকায় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ টহল, সীমান্ত অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও মাদক পাচারসহ যেসব সমস্যা রয়েছে-সেসব ‍বিষয়ে আলোচনা করেছেন কর্মকতার্রা।

এছাড়া বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত ফুটবল, ভলিবল ইত্যাদি খেলার মাধ্যমে মৈত্রীর সম্পর্ক মজবুত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠক ফলপ্রসু হয়েছে বলেও উভয় দেশের বাহিনীর তরফে জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন