বিনোদন ডেস্ক : নৃত্যশিল্পী অন্বেষণে বাংলাদেশের একমাত্র রিয়েলিটি শো ‘ম্যাঙ্গোলি-চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৫’ সিজন থ্রি এর সেরার মুকুট লড়াই-এর গ্র্যান্ড ফিনালে আজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে সন্ধ্যা ৭.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উৎসবটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এই প্রথমবারের মতো কয়েকজন আন্তর্জাতিকমানের কোরিওগ্রাফারের সান্নিধ্যে ছিল প্রতিযোগীরা। সেরা ৭ প্রতিযোগীকে নিয়ে প্রচার হয়েছে বিশেষ বিশেষ পর্ব। সেরা ৭ প্রতিযোগী হলেনÑ অন্তরা (রংপুর), সিনথিয়া (মুন্সিগঞ্জ), হৃদি (হৃদি), লোটাস (জামুলপুর), রিয়া (টাংগাইল), শোভা (রংপুর) ও মিতি (নোয়াখালী)। প্রধান বিচারক হিসেবে আছেন ফেরদৌস, মুনমুন ও শাওন। উপস্থাপনায় মিম চৌধুরী। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন