শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভালো কাজ বিশ্বে তুলে ধরতে হবে

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সমালোচনার কারণে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রির সব অর্জন যেন আড়াল হয়ে না যায় সেদিকে খেয়াল রেখে ইন্ডাস্ট্রির ভালো কাজগুলোও বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিকেএমই-এর সাবেক প্রেসিডেন্ট মো. ফজলুল হক। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে বিশেষায়িত মাস্টার্স প্রোগ্রাম ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স এন্ড লেবার স্টাডিজ (আইআরএলএস)-এর দ্বিতীয় জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ আহ্বান জানান। আইআরএলএস প্রোগ্রামের সমন্বয়ক অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা আখতার, গ্লোবাল সাসটেইনেবল সার্টিফিকেশন সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবদুল মোতালেব, সিজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব জালাল উদ্দিন তুহিন, শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন এবং ইনস্টিটিউটের বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়ক, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ। ফজলুল হক বলেন, বিশ্ব বাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের গণগত মানের বিশেষ সুনাম রয়েছে। সেমিনারে গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. গোলাম রব্বানী আইআরএলএস প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং এধরণের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে গামের্ন্টস ইন্ডাস্ট্রির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের একটি মেলবন্ধন স্থাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন