বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মাদুরোর সঙ্গে কাজ করবে জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

ভেনিজুয়েলার স্বঘোষিত ‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট’ হুয়ান গুয়াইডোকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন স্বীকৃত সরকারের সঙ্গেই কেবল জাতিসংঘ কাজ করবে। জাতিসংঘ মহাসচিবের পক্ষ থেকে সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মানবিক দিকে বিবেচনা করে ভেনিজুয়েলায় জাতিসংঘ তার কার্যক্রম বাড়াতে প্রস্তুত কিন্তু এজন্য দেশটির সরকারের সহযোগিতা ও সম্মতি প্রয়োজন রয়েছে। অন্যদিকে, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক ভিডিও বার্তায় মার্কিন নাগরিকদের প্রতি তাদের সরকারকে থামানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভেনিজুয়েলায় সামরিক অভিযান চালাতে গেলে মার্কিন সেনারা ভিয়েতনামের অভিজ্ঞতা অর্জন করবে। তিনি ভেনিজুয়েলা সরকারকে সমর্থন করার জন্য আমেরিকার জনগণের প্রতি আহ্বান জানান। গত সপ্তাহে গুয়াইডো জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি পাঠান যাতে তিনি তার দেশে জাতিসংঘের মানবিক কার্যক্রম পরিচালনার আবেদন জানান। নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণার পর তিনি এই চিঠি পাঠান। গুয়াইডোর এ পদক্ষেপ দেশটিতে মারাত্মক সংকট তৈরি করেছে। নিজেকে প্রেসিডেন্ট ঘোষণার পরপরই মার্কিন সরকার তাকে স্বীকৃতি দেয়। তবে রাশিয়া, চীন, ইরান ও তুরস্ক মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। অপর দিকে, মার্কিন জাতীয় জাতীয় উপদেষ্টা জন বোল্টন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভেনিজুয়েলায় এখনই কোনো সামরিক অভিযান চালানো হবে না তবে তিনি সামিরক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দেননি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমেরিকার টেবিলে সব পথই খোলা রাখা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও বোল্টনের কথার প্রতিধ্বনি করেছেন। তিনি বলেছেন, মাদুরোকে পদত্যাগ করতে হবে। মিয়ামিতে ভেনিজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট গুয়াইডোর সমর্থকদের এক সমাবেশে তিনি একথা বলেন। মাইক পেন্স বলেন, “এখন আলোচনার সময় না; এটা ব্যবস্থা নেয়ার সময়।” পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন